পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ মোঃ নাঈম (৪৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নাঈম পিরোজপুর সদর উপজেলার সিআই পাড়া এলাকার মৃত সৈয়দ আলী খানের পুত্র। তার নামাজপুর বলেশ্বর ব্রিজের নিচে ঔষধের দোকান রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে পিরোজপুর থানায় একটি মাদক রয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানার এসআই রবিন ও এএসআই সোহাগ রানা উত্তর নামাজপুর পার্কের সামনে অভিযান চালিয়ে তাকে আকট করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এব্যাপারে নাঈমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।