পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রে ৬৫দিনের প্রজনন মৌসুম অমান্য করে মাছ ধরার অপরাধে কুয়াকাটা নৌ-পুলিশ ৪ জেলেকে আটক করে । পরে ইসমাইল (৩৫) ও খলিল (৭০) নামক দুই জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করা করেছে। শনিবার বিকেল পশ্চিম কুয়াকাটা এলাকার সমুদ্র সৈকত থেকে এদেরকে আটক করা হয়। আটক দুই জেলেকে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করেন। এসময় জেলেদের ধরে আনা প্রায় ১মন চিংড়ি মাছ নিলামে দেয়া হয়। অপর দুই জেলে সেলিম (৩০) ও মাসুদ (৩০) কে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে নৌ-পুলিশ সুত্রে জানান। এদের সকলের বাড়ি কুয়াকাটার থাজুরা গ্রামে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মাহমুদ জানান, প্রজনন মৌসুমে মাছ ধরা অমান্য করে এরা সমুদ্রে মাছ ধরছিল। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জেলেকে অর্থদন্ড প্রদান করা হয়। অপর দুই জেলে সমুদ্রে কাকড়া ধরছিল। এদেরকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।