বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সকাল বেলা লঞ্চে মিলল তরুণীর নিথর দেহ

সকাল বেলা লঞ্চে মিলল তরুণীর নিথর দেহ

ঢাকা থেকে পটুয়াখালীগামী ডাবল ডেকার লঞ্চের দোতালা থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গলাচিপা লঞ্চঘাটে এমভি বাগেরহাট-২ ডাবল ডেকার লঞ্চ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গলাচিপা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার সদর ঘাট থেকে পটুয়াখালী-গলাচিপাগামী ডাবল ডেকার লঞ্চে ওঠে ওই তরুণী। তার সঙ্গে কেউ ছিল কি-না এ বিষয়ে অন্য যাত্রীরা কেউ কিছু জানে না। শনিবার রাতে লঞ্চে তরুণী অসুস্থ হয়ে পড়লে যাত্রীরা সেবা করে। সকালে যাত্রীরা ঘুম থেকে উঠলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

গলাচিপা থানার ওসি আখতার মোরশেদ বলেন, ধারণা করা হচ্ছে রাত ১২টার দিকে ওই তরুণীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট, ডিএনএসহ যাবতীয় বিষয় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল রিপোর্টে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech