বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে ৬০০ পুজা মণ্ডপে কঠোর নিরাপত্তা দিবে জেলা পুলিশ

বরিশালে ৬০০ পুজা মণ্ডপে কঠোর নিরাপত্তা দিবে জেলা পুলিশ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের সঙ্গে বরিশালেও চলছে নানা ধরনের প্রস্তুতি। বরিশাল নগর ও জেলার সব উপজেলার প্রায় অধিকাংশ মন্দিরেই চলছে প্রতিমা তৈরির কাজ।

জানা গেছে, বরিশালে এবার ৬১৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বরিশাল মহানগরে ৪০টির মতো মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুণ্ডু জানান, মহানগরসহ গোটা বরিশাল জেলায় এখন পর্যন্ত ৬১৩ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্ত মণ্ডপের বিষয়টি সঠিকভাবে জানতে আরও কয়েকদিন সময় লাগবে। প্রতিবারের মতো এবারেও বেশি পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়ায় উপজেলায়।

এদিকে পূজা উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুণ্ডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে প্রমুখ।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরি অনুযায়ী পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে। পূজা উৎসবকে ঘিরে উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের ছাড়াও গোটা বরিশাল জেলায় ৯২৪ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া মহানগরে পৃথকভাবে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের মোতায়েন করা হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech