পটুয়াখালী জেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে তিনটি শিশু, চারজন নারী রয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২০৪ জনে। আইইডিসিআরে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল বুধবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জেলায় এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। তাঁদের মধ্যে বাউফলে তিনজন, দুমকিতে দুজন, কলাপাড়য় দুজন, সদর উপজেলায় দুজন। এ ছাড়া গলাচিপা ও মির্জাগঞ্জে একজন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত রোববার পর্যন্ত জেলায় ৩ হা্জার ৩২৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। পরীক্ষার প্রতিবেদনে ২০৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। করোনায় সংক্রমিতদের সংস্পর্শে আশা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।