বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কুয়াকাটায় আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ১৭ শ্রমিকের করোনা শনাক্ত

কুয়াকাটায় আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ১৭ শ্রমিকের করোনা শনাক্ত

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ৮টি আবাসিক হোটেলে হোম কোয়ারেন্টাইনে থাকা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৭ শ্রমিকের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ শনিবার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শ্রমিক হিসেবে আনা ১৫১ জন শ্রমিক কুয়াকাটার গাজী প্যালেস, রয়েল প্যালেস, সমুদ্র বাড়ি, সাফা ইন্, হোটেল তাজওয়া, সাগরকন্যা রিসোর্ট, হোটেল আমান এবং আল-হেরা আবাসিক হোটেলে গত ২ জুলাই থেকে অবস্থান করছিল।

এরপর গত সাত জুলাই পটুয়াখালী সিভিল সার্জনের কার্যাল থেকে এসব শ্রমিকদের নমুনা সংগ্রহ করে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। সর্বশেষ শনিবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসন এদের নমুনা রিপোর্ট পরীক্ষার ফলাফল হাতে পেলে করোনা পজেটিভ হিসেবে ১৭ শ্রমিকের নাম উল্লেখ করেছেন।

এরা হলেন হোটেল গাজী প্যালেসে রফিকুল ইসলাম (৬০), মেহেদী হাসান (২৫), হান্নান মিয়া (৩০), হোটেল রয়েল প্যালেসে আবু বক্কর (২৫), হাফিজুল ইসলাম (৩০), হোটেল সমুদ্র বাড়িতে রেজাউল করিম (৩৪), হোটেল সাফা ইন্-এ সাইফুল ইসলাম (১৮), আল মিজান মিয়া (২৯), হোটেল তাজওয়ায় সুমন মাহমুদ (৩০), এম.ডি. আঃ কাদের (৩৮), হোটেল সাগরকন্যায় জলিল (৩৭), হোটেল আমানে শাহীন আলম (২৯), হোটেল আল-হোরায় মারুফ হাসান (৩০), হারুন (৩৫), জয়ন্ত (২২), জহিরুল (২৫), এম.ডি. সোহাগ (১৮)।

কুয়াকাটায় হোম কোয়ারেন্টাইনে থাকা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৭ শ্রমিকের করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় আবাসিক হোটেলে -মোটেল মালিক ওর্নাস এ্যাসোশিয়নের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন,করোনা সানাক্তের খবরে পর্যটন ব্যবসায় নীতিবাচক প্রভাব পড়বে এমনাটাই জানিয়েছেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসন ডাঃ চিন্ময় হালদার শনিবার সকালে বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজে যোগদানের জন্য কুয়াকাটার ৭টি আবাসিক হোটেলে হোম কোয়ারেন্টাইনে রাখা ১৫১ শ্রমিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৭ শ্রমিকের করোনা সনাক্ত হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, ওইসব শ্রমিকদের দ্রুত আইসোলেশনে নিয়ে চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech