পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোক্তা অধিকারের বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে উপজেলার সদর বাজারে ওই অভিযান চালিয়ে ওই বাজারের ৫ ব্যবসায়ীকে ১৯হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। ওই অভিযানে থাকা ভোক্তা অধিকারের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ সোহায়েব মিয়া ওই অভিযানের সত্যতা স্বীকার করে জানান, সোমবার জেলার কাউখালী সদর বাজারে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদ উত্তির্ন ঔষধ ও মালামাল রাখা, পন্যের নির্ধারিত দাম উল্লেখ না করা সহ বিভিন্ন বিধি না মানার অপরাধে ওই বাজারের উপশম ফার্মেসীকে ৮হাজার টাকা, ভোজ্য তেল ব্যবসায়ী এনায়েত ষ্টোরকে দেড় হাজার টাকা ও তালুকদার ষ্টোরকে ২হাজার টাকা, মায়ের দোয়া বেকারীকে ৩হাজার টাকা ও বিসমিল্লাহ মুদি ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমান করা হয়।