বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

অপারেশন ছাড়াই একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন ববিতা

অপারেশন ছাড়াই একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন ববিতা

জয়পুরহাটে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। শহরের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার সকালে স্বাভাবিকভাবে ওই তিন সন্তানের জন্ম দেন গৃহবধূ ববিতা পারভীন (২৬)।

তিন সন্তানের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। গৃহবধূ ববিতা পারভীন নওগাঁঁর ধামইরহাট উপজেলার ইসবপুর চকচান্দিরা গ্রামের সামিউল ইসলাম বাবুর স্ত্রী।

সামিউল ইসলাম বাবু বলেন, তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছে। আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমার সন্তানসহ পরিবারের সবার জন্য দোয়া করবেন।

মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে সফলভাবে কোনো অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন গৃহবধূ ববিতা পারভীন। তারা সবাই সুস্থ আছে।

এদিকে, একসঙ্গে তিন সন্তান জন্ম দেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ নবজাতকদের এক নজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech