করোনা মহামারী মোকাবেলায় জেলা প্রশাসকের নির্দেশে প্রায় ৪ মাস বন্ধ থাকার পরে বরিশাল প্লানেট পার্ক (শিশু পার্ক) স্বাস্থ্যবিধি মেনে খোলার অনুমতি পেয়েছে। বরিশাল জেলা প্রশাসক প্লানেট পার্ক কর্তৃপক্ষকে মৌখিক ভাবে অনুমতি দিয়েছেন বলে জানাগেছে। করোনা মহামারী শুরু হলে চলতি বছরের ২০ মার্চ এক নোটিশের মাধ্যমে বরিশাল শিশু পার্ক বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছিলেন বরিশালের জেলা প্রশাসক। ফলে বরিশালের একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ রাখেন শিশু পার্ক কর্তৃপক্ষ। সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য কল-কারখানা সহ বেশির ভাগ প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় সরকার। এ অবস্থায় বরিশাল শিশু পার্ক কর্তৃপক্ষ বরিশাল জেলা প্রশাসকের কাছে স্বাস্থ্যবিধি মেনে প্লানেট পার্ক খোলা রাখার অনুমতি চাইলে গতকাল মৌখিক ভাবে তিনি অনুমতি প্রদান করে। এ তথ্য গতকাল নিশ্চিত করেছেন প্লানেট পার্ক এর পরিচালক মোহসেনা শহীদ নিলা।