বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দীর্ঘদিন পর পুরনো রূপে কুয়াকাটা

দীর্ঘদিন পর পুরনো রূপে কুয়াকাটা

সূর্যোদয় ও সূর্যাস্তের একমাত্র লীলাভূমি সাগর কন্যা খ্যাত পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা ফিরে পেতে শুরু করেছে তার চিরচেনা সেই রূপ। হাজারো মানুষের পছন্দের এই পর্যটন স্পট সবসময় মুখরিত ছিল মানুষের পদভারে, হঠাৎ করে যখন বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস (কভিড-১৯) বিশ্বে আঘাত করে, তার হাত থেকে রেহাই পায়নি পর্যটন নগরী কুয়াকাটাও। গত ১৮ ই মার্চ সরকার কর্তৃক বন্ধ করে দেয়া হয় এই পর্যটন স্পট এর সকল কার্যক্রম, ব্যবসা বাণিজ্য থমকে যায় পর্যটকদের আনাগোনা।

দীর্ঘ ১০০ দিন বন্ধ থাকায় কুয়াকাটার প্রকৃতি ফিরে পায় আপন রূপ, সমুদ্রের উচ্ছ্বাস, পাখিদের কোলাহল, কাকড়াদের আলপনা, বন্য প্রাণীর মাতামাতি, সবুজে ঘেরা সৈকত হয়ে ওঠে এক নতুন রূপের বাহার। গত ১ জুলাই সরকার কর্তৃক ঘোষনা অনুযায়ী খুলে দেয়া হয় পর্যটন নগরী কুয়াকাটার সকল কার্যক্রম। আস্তে আস্তে খুলতে শুরু করে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, শপিং মল, ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিক পর্যায়ে পর্যটকরা একটু হিমশিমে থাকলেও আস্তে আস্তে আগের রূপে ফিরে যাচ্ছে কুয়াকাটা। প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত মানুষ, সামাজিক দূরত্ব মেনে, স্বাস্থ্যবিধি দিকে লক্ষ রেখে পর্যটকরা তাদের পছন্দমত হোটেল বুকিং নিচ্ছে, সৈকতে ঘোরাঘুরি, ফিশ ফ্রাইয়ে বিভিন্ন মাছের স্বাদ গ্রহণ, বাইকে চেপে বসে প্রিয়জনকে সাথে নিয়ে ছুটে যাচ্ছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে, প্রতিদিন তৃপ্তিভরে গোসল করে সমুদ্র প্রাঙ্গণে, বিকেলে সমুদ্র কিনারে বসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সস্তি দিচ্ছে পর্যটকরা।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা আব্দুস সালাম জানান আমি একটা বাচ্চা নিয়ে ঢাকায় বন্দিদশায় ছিলাম এই তিন মাস কিন্তু দুদিন হল কুয়াকাটা আসছি দুদিনে আমার মনে হয় আমি সর্ব সুখ টুকু ফিরে পাচ্ছি আমার যেতে ইচ্ছে করতেছে না এই কুয়াকাটা থেকে। এমনইভাবে শত শত পর্যটক কে আলিঙ্গন করছে এই সৈকত। দীর্ঘদিন বন্ধ থাকা সৈকতে ব্যবসায়ীরা জানায় আমরা এতদিন খুব কষ্টে জীবন যাপন করেছি, এখন দোকান খুলতে পারছি মানুষের সমাগম দিনে দিন বেড়েই চলছে আমরা আশাবাদী খুব অল্প সময়েই আমরা পুরনো কুয়াকাটা কে ফিরে পাবো।

তারা আরো জানান আমরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ উপজেলা প্রশাসন প্রতিদিন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে, বিনামূল্যে মাস্ক বিতরণ করে যাচ্ছে সে কারণে আমরা ও পর্যটকরা নিশ্চিতে থাকতে পারছি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech