পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারের কাছে অবস্থিত একটি মন্দির থেকে প্রতিমা বের করে ভাঙার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ হুমায়ুন কবির শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারের কাছে অবস্থিত একটি মন্দিরে এ ঘটনা ঘটে। হুমায়ুন উপজেলার সিকদার মল্লিক গ্রামের মো. জলিল শেখের ছেলে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল জানান, পাঁচপাড়া বাজারের কাছে অবস্থিত সার্বজনীন কালী মন্দিরের একটি প্রতিমা ভাঙার ঘটনায় ওই মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র মিস্ত্রি বাদী হয়ে মঙ্গলবার রাতে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি মামলায় উল্লেখ করেন অজ্ঞাত ব্যক্তিদের পরামর্শে হুমায়ুন কবির ভোর বেলা ওই মন্দিরের ভিতর প্রবেশ করে একটি প্রতিমা বের করে রাস্তার উপর ফেলে রাখে এবং এর বিভিন্ন অংশ ভেঙে ফেলে।
তবে স্থানীয়রা জানান, হুমায়ুন অনেকটাই মানসিক ভারসাম্যহীন।
এদিকে প্রতিমা ভাঙার বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে বলে জানান ওসি নূরুল ইসলাম বাদল। তবে আজ বুধবার (২২ জুলাই) আসামিকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।