আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীতে যানজট মুক্ত করতে ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর আমতলার মোড়, বাংলা বাজার ও সদর রোডে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
এসময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, ঈদ উল আযহা উপলক্ষে নগরীকে যানজট মুক্ত করতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ফুটপাত অবৈধ দখল মুক্ত রাখা জরুরী হয়ে পড়েছে। জনসাধারনের সুবিধার্থে হকার ও ভ্রাম্যমান ব্যাবসায়ীদেরকে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে।নগরবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে আমাদের এ অভিযান চলমান থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (দক্ষিন) মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার(উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান,টি আই আব্দুর রহিম প্রমুখ।