বরগুনায় ২৪ ঘণ্টায় শিক্ষা কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীসহ ১৩ জনের করোনা ভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৭০১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১৪ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। জেলায় মোট সুস্থ হয়েছে ৪৬৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ২২৩ জন।
শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয়েরর স্বাস্থ্য বিভাগের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৩৭৭ জন।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১৩ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৯ জন এবং পাথরঘাটা ও তালতলীতে ২ জন করে রয়েছেন।
জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।