পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় র্যালি শেষে কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আদিবাসী দিবস উদযাপন কমিটি এর আয়োজন করে।
সভার সভাপতিত্বে করেন আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি মংম্যাচিং মাষ্টার। বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, পৌর কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারি অধ্যাপক খান এ রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার একাধিক রাখাইন পল্লীর অর্ধশত রাখাইন নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ পাঠ করেন রাখাইন অধিকার আন্দোলন কর্মী মংম্যা।