বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লো- ভোল্টেজের প্রতিবাদে মানববন্ধন করেন সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (১১আগষ্ট) বেলা সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সমাজসেবক আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, মাই টিভি প্রতিনিধি ওহিদুজ্জামান ডিউক, বাউফল সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব শিবলী সাদেক।
মানববন্ধনে বক্তারা বলেন,’ বাউফল পল্লী বিদ্যুতের কর্মকর্তার নিজ এলাকা কুমিল্লার এক বিএনপির সাবেক এমপির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বাউফলের পল্লী বিদ্যুৎ কর্মকর্তা গ্রহকের অহেতুক ভোগান্তির শিকার করছে। বিদ্যুৎ সংযোগ লাইনের রক্ষণাবেক্ষণ ও নাম মাত্র ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।
এসময় বক্তারা অতিদ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ লো-ভোল্টেজের প্রতিকার দাবী করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারি দেন।
মানববন্ধনে স্থানীয় সংবাদকর্মী সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।