পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক ব্যবসায়ীর মরদেহ পাওয়া গেছে, যিনি অপহৃত হয়েছিলেন বলে স্বজনদের অভিযোগ।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, রোববার দুপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রামের ঢালাই ব্রিজ সংলগ্ন খালে তার লাশ পাওয়া যায় গেছে।
নিহত মোজাফফার শেখ (৫০) নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব যুগিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
নাজিরপুর থানার ওসি মুনিরুজ্জামান মুনির জানান, রোববার দুপুরে পিরোজপুর সদর থানা পুলিশ মরদেহটি পাওয়ার তথ্য দেয়। পরে নিহতের স্বজন ও নাজিরপুর থানা পুলিশ গিয়ে মরদেহ ব্যবসায়ী মোজাফফার শেখের বলে শনাক্ত করে।
ওসি মুনিরুজ্জামান আরও জানান, ব্যবসায়ী অপহরণের অভিযোগে নিহতের মেয়ে মোসা. সোনিয়া বাদী হয়ে গত শুক্রবার নাজিরপুর থানায় স্থানীয় নারায়ণ হালদারের ছেলে কুমোদ হালদারসহ ১১ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।