বরগুনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক কমল কান্তি দাস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হ্রদরোগে আক্রান্ত ছিলেন।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাতে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আইনজীবী কমল কান্তির মৃত্যুতে বরগুনা জেলা আইনজীবী সমিতি, বরগুনা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, খেলাঘর, উদীচী, মহিলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার বিকালে কমল কান্তির শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে করোনার নমুনা সংগ্রহের পরে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, বরগুনা জেলায় এ পর্যন্ত ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্য মৃত্যুবরণ করেছেন ১৯ জন।