বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীর ভাঙনরোধে মানববন্ধন

স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীর ভাঙনরোধে মানববন্ধন

পিরোজপুরে স্বরূপকাঠির উপজেলার সন্ধ্যানদীর পশ্চিমপাড়ের উত্তর কৌরিখাড়া গ্রামের বসত বাড়ি, বাস্তভিটা রক্ষার্থে [ নদী ভাংগন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। গতকাল শনিবার উত্তর কৌরিখাড়া প্লাসঘাট এলাকায় ভাংগন কবলিত সন্ধ্যানদীর পাড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে গৃহহারা বাসিন্দাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আসাদুজ্জামান, ইউপি সদস্য অরুন কুমার বসু, সমাজ সেবী হাসান সিকদার, মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মো. ফজলুল হক প্রমুখ। বক্তারা সন্ধ্যানদীর পশ্চিমপাড় উত্তর কৌরিখাড়া গ্রাম রক্ষার্থে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সন্ধ্যানদীর অব্যাহত ভাংগনে ইতিমধ্যে ওই গ্রামের সিংহ ভাগ এলাকার শত শত পরিবার গৃহহীন এবং বিস্তীর্ন জনপদসহ হাজার হাজার একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসী নিজস্ব উদ্যোগে পায়লিং দিয়ে ভাঙন রোধের চেষ্টা করলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দর ও উপজেলা পর্যায়ের একমাত্র বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech