আজ শনিবাবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় লাকুটিয়া জমিদার বাড়ি সংলগ্ন (বিএডিসি) অফিস প্রাঙ্গণে জেলা ব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা হরিদাস শিকারি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কালাম, মহিলা বরিশাল সদর রেহানা বেগম, কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল মোল্লা সহ সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা ব্যাপি ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। তাল বীজ কর্মসূচি ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে চলবে। বরিশাল জেলার ১০ টি উপজেলায় এক যোগে এ কর্মসূচি পালিত হবে। প্রতি উপজেলায় ১০ হাজার করে তালের বীজ বপন করা হবে। উপজেলা প্রশাসনের সাথে ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেম্বার, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে নিজ নিজ স্থান থেকে বরিশাল জেলার সকল ব্যক্তি প্রতিষ্ঠান সকালের সর্বাত্মক সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।