ভান্ডারিয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্থানীয় পৈকখালী বাজারের পশ্চিম দিকে হামেদ ডিলারের বাড়ি লাগোয়া খালে
বিবস্ত্র মস্তক বিহিন আনুমানিক (৪০) বছরের অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। স্থানীয় চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরি জানান, লাশের বাম হাতের রগ কাটা, মাথা নেই এবং বিবস্ত্র। স্থানীয়রা লাশ খালে ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে দুপুর দেরটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বাহিরের কোন সন্ত্রাসীরা লাশটি এখানে উদ্ধেশ্য প্রনোদিত ভাবে ফেলে রেখে গিয়ে থাকতে পারে। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান,ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া) সার্কেল মো. হাসান মোস্তফা স্বপন।
এবিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান,লাশের সুরাহতাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। এবং হত্যা মামলা প্রক্রিয়াধিন।