মুজিব শতবর্ষ উপলক্ষে রিয়াল চক্ষু হাসপাতালের উদ্যোগে মঠবাড়িয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সোশ্যাল ইসলামী ব্যাংক সাফা বন্দর শাখায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাখা বন্দর শাখার ম্যানেজার মোঃ আসাদুজ্জামান হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান, সাফা বন্দর বণিক সমিতির চেয়ারম্যান এমএ সাঈদ, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার।