কাউখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিন উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী পালন করে। সোমবার সকালে উপজেলার ইকো পার্কে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এর পরে জন্মদিনের কেক কাটা হয়। দুঃস্থ অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ, মিলাদ মাহাফিল ও দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ন সধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন জোমদ্দার বাবলু, ছাত্র লীগের উপজেলা সভাপতি রিছাদ হোসেন, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত, ছাত্রলীগের সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক রাফছান প্রমূখ।