বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একাডেমিক পর্যায়ে গবেষণা বৃদ্ধির লক্ষ্যে ‘বঙ্গবন্ধু চেয়ার’ নামক গবেষণা সেল প্রতিষ্ঠার উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত কর্মচারীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিনকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়েছেন সেখানকার কর্মচারীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচ তলায় উপাচার্যের হাতে অভিনন্দন পত্র তুলে দেয় সেখানকার কর্মচারী কল্যাণ পরিষদের (গ্রেড ১৭-২০) নেতৃবৃন্দ। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ হাসানুজ্জামান ,সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী শরীফ সহ অন্যান্য স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা।
অভিনন্দন পত্র প্রদানকালে মোঃহাসানুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক মাননীয় উপাচার্য প্রফেসর ড.ছাদেকুল আরেফিন দায়িত্বভার গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিগত দিনে আমাদের চাকুরী ক্ষেত্রে সৃষ্টি হওয়া বিভিন্ন জটিলতা নিরসনে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা তাঁর কর্মগুণের প্রশংসা করছি এবং এই ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করছি।
এসময় কল্যাণ পরিষদের পক্ষ থেকে উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের আপগ্রেডেশন (পদোন্নতি) নীতিমালা সংশোধনের দাবি জানায়। এ বিষয়ে উপাচার্য কর্মচারী কল্যান পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন,নীতিমালা অনুযায়ী যৌক্তিক কোন বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে তা আলোচনার মাধ্যমে অবশ্যই সমাধান করা হবে।
উল্লেখ্য, কর্মচারীদের আপগ্রেডেশন নীতিমালা সংশোধনের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক দুজন উপাচার্যের আমলে বিষয়টি সুরাহার দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করা হয়