বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে ওয়াশ কর্মসূচি বাস্তবায়নে

বরিশালে ওয়াশ কর্মসূচি বাস্তবায়নে

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার একমাত্র ডিজিটাল হাজিরার স্কুল আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকালে ব্র্যাকের ওয়াশ কর্মসূচি প্রকল্পের উদ্বোধণ করা হয়েছে।

ব্র্যাক ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ অর্থায়নে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথকভাবে নির্মিত ওয়াশ জোন ও ল্যাট্রিনের উদ্বোধণ করা হয়। ওয়াশ রুম থেকে বের হয়ে হাত ধুতে সাবান ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থী তাদের নিজস্ব ব্যাবস্থাপনায় একটি করে সাবান ক্রয় করে প্রদর্শন করার পর বিদ্যালয়ে জমা দিয়েছে।

উদ্বোধণী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহাদেব চন্দ্র বসুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানশিক্ষক উজ্জল কুমার মন্ডল, সহকারী প্রধানশিক্ষক হরবিলাস বাড়ৈ, ব্র্যাকের ওয়াশ প্রোগ্রামের অর্গানাইজার নাফিছা সাদাফ প্রমুখ। সূত্রমতে, উপজেলায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাকের ওয়াশ কর্মসূচি প্রকল্প বাস্তবায় করা হচ্ছে।

এরমধ্যে তিনটি বিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কাজ সমাপ্ত হয়েছে। বাকি চারটি প্রকল্পের কাজ বাস্তবায়ন চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech