বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে জেলা ব্র্যান্ডিং-এর আওতায় বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং ফিউচার অফ ওয়ার্ক ল্যাব, এটুআই প্রোগ্রাম ও অ্যকশনএইড বাংলাদেশের সহযোগিতায় রবিবার বেলা ১১টায় এই ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির এবং অ্যাকশনএইড বাংলাদেশের উপ-ব্যবস্থাপক মো. হাতেম আলী।

এর মধ্যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ভার্চুয়াল পদ্ধতিতে কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বলা হয়, বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে জেলা ব্র্যান্ডিংয়ের আওতায় পর্যটন এবং শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে। পর্যটন এবং শিল্পে কী ধরনের লোকবলের চাহিদা আছে, সে বিষয়ে শিল্পোদ্যোক্তাদের মতামত জানতে চাওয়া হয়।

তাদের চাহিদার ভিত্তিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় দক্ষ জনবল গঠনের বিষয়ে কর্মশালায় গুরুত্বারোপ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech