বরিশালের বানারীপাড়া উপজেলায় নিয়ন্ত্রন হারিয়ে অবৈধ একটি ট্রলিগাড়ি খালে পড়ে গেছে। জানাগেছে এ সময় ট্রলির চালক মো. রাকিব (২২), শওকত (১৮) ও মো. রহিম নামের দু’জন হেলপার ট্রলিগাড়ির মধ্যেই ছিলেন। তারা উভয়েই আহত হয়েছেন।
স্থানীয় ও প্রতক্ষদর্শীরা জানান মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুর ২ টার সময় উপজেলার জম্বদ্বীপ গ্রামের বালুর খোলা থেকে বালু বোঝাই দিয়ে বানারীপাড়ার দিকে আসার সময় মাছরং জামে মসজিদের উত্তর পাশের খালের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে ট্রলিগাড়িটি পড়ে যায়।
এ সময় ট্রলিগাড়ির চালক রাকিব,হেলপার রহিম ও শওকত ওই গাড়ির মধ্যেই ছিলো। গাড়িটি খালে পড়ার পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাড়ির চালক রাকিব ও হেলপার শওকতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খাল থেকে ট্রলিগাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানাগেছে।