পটুয়াখালীর গলাচিপায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আষীশ কুমারের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসাইন,
সিনিয়র মৎস কর্মকর্তা অপু শাহা, সমাজসেবা কর্মকর্তা অলিউল্লাহ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। আরো উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, পূজা উজ্জাপন কমিটির সাধারন সম্পাদক তাপস দত্ত,
কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বনিক, উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলার সকল দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক।
এ সময় প্রধান অতিথি বলেন, দূর্গা পূজার বিষয়ে এবং ১৯ কভিট করোনা ভাইরাস এর গুরুত্বপূর্ন দিক নিয়ে নানা বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আষীশ কুমার বলেন, সরকারী বিধিমেনে দুরত্ব বজায় রেখে পূজা উজ্জাপন করা হবে বলে তিনি জানান। পরে বেলা ১২টায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।