বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

করোনায় আক্রান্ত ইঞ্জিনিয়ার মোশাররফ

করোনায় আক্রান্ত ইঞ্জিনিয়ার মোশাররফ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মিরসরাই আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। এই বর্ষীয়ান রাজনীতিককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ) দিবাগত রাতে ১টার দিকে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের এপিএস মো. নূর খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাবে তার নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রাত ১০টার দিকে পরীক্ষার রিপোর্ট আসে, তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ।

এপিএস আরও জানান, বর্তমানে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি। চট্টগ্রাম-১ (মীরসরাই) থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক বিমান চলাচল ও পরিবহন এবং ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech