বরগুনার বেতাগী থানা পুলিশের উদ্যোগে আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় পৌরসভা ও উপজেলার ইউনিয়নগুলো নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী ১০টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, প্রধান অতিথি পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির,
বিজনেস ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান,অধ্যাপক মো. হুমায়ুন কবির,
কাউন্সিলর এবিএম মাসুদুর রহমান খান, মো. হুমায়ুন কবির সিকদার, স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান স্বপন, বিট পরিচালক গৌতম কুমার ঘোষ প্রমুখ। সভা সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত গুহ সুমন।
বেতাগী বাসস্ট্যান্ডে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলরের কার্যলয় অনুষ্ঠিত সমাবেশে অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফেরদৌস আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন,
প্রধান অতিথি পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আছাদুল ইসলাম চিনু,
দারুল ইসলাম মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান মন্টু,
১ নং ওয়ার্ড কাউন্সিলর নবীন খান, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক স্বপন কুমার ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন। সবায় বক্তরা নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী একযোগে কাজ করার জন্য আহবান জানানো হয়।
এ ছাড়া একই সময় বেতাগী পৌরসভা ও উপজেলার ইউনিয়নগুলোতে আরো ৮টিসহ মোট ১০টি সমাবেশ অনুষ্ঠিত হয়।