পটুয়াখালীর মহিপুর থেকে অস্ত্রসহ ২জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী টিম।
জানা যায়, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল শনিবার রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন একটি মাছের আড়ৎ এর সামনে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৮ কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ২ জন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যাক্তিরা হলেন, মোঃ সোহাগ জোমাদ্দার(৩০), মোঃ ফারুক খন্দকার(৫০)। স্থানীয় ব্যক্তি বর্গের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তাদের হেফাজতে অস্ত্র ও গুলি রক্ষিত আছে।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয় কর্তৃক নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উক্ত আড়ৎ ঘরের চৌকির মধ্যে তোষোকের নিচে রাখা (১) ০২ (দুই) টি ওয়ান শুটারগান, (২) ০২ (দুই) রাউন্ড কার্তুজ, (৩) ০১ (এক) টি বিদেশী রিভলবার, (৪) ০৮ (আট) রাউন্ড গুলি এবং (৫) ০২ (দুই) টি চাপাতি উদ্ধার করে।
র্যাব-৮ থেকে জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব টিম।
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাব-৮, বরিশাল সিপিসি-১ এর ডিএডি মোক্তার হোসেন বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় অস্ত্র আইনে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।