পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুক মামলার পালাতক আসামী জাকির হোসেন (৪৬) কে ২ বছর পর থানা পুলিশ সোমবার রাতে আঙ্গুলকাঠা গ্রাম থেকে গ্রেফতার করেছে । গ্রেফতার কৃত জাকির হোসেন উপজেলার পাতাকাঠা গ্রামের মৃত আব্দুর রশিদ নাজিরের ছেলে।
থানার এস আই সজল জানান, উপজেলার আঙ্গুল কাঠা গ্রামের মোসারেফ খাঁ মেয়ে লিয়া বেগমের (১৯) সাথে ২০১৬ সালে উপজেলার পাতাকাঠা গ্রামের মৃত আব্দুর রশিদ নাজিরের ছেলে জাকির হোসেন এর সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে স্বামী জাকির স্ত্রী লিয়াকে প্রতিনিয়ত যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন করতে। যৌতুক দিতে না পারায় স্বামী জাকির স্ত্রী লিয়াকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। স্ত্রী লিয়া বাদী হয়ে স্বামী জাকিরকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করে। আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করে সেই থেকে জাকির পালিয়ে বেড়াচ্ছিল।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জনান গ্রেফতার কৃত জাকিরকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।