শামীম আহমেদ ॥
বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানাসহ হিন্দুধর্মালম্বীদের বাড়িতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূঁজা আজ বুধবার যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতিবছর পঞ্জিকা মতে, ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মা পূঁজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূঁজা উপলক্ষে সকালে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে ধর্মীয় রীতি অনুযায়ী পুরোহিত দিয়ে পূঁজা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করেন। বিকেলে উপজেলার পয়সা নদীর রামশীলে নৌকা বাইচসহ বিভিন্ন এলাকার খালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই নৌকা বাইচ দেখার জন্য উপজেলার লোকজনসহ দুর-দুরান্ত এলাকা থেকে লোকজনের সমাগম ঘটে।