পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৈরি আবহাওয়া এবং সতর্ক সংকেত উপেক্ষা করে স্পিডবোট চালানোর সময় ঢেউয়ের প্রচণ্ড তোড়ে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনার পরে বোটে থাকা ১৮ জন যাত্রীর মধ্যে ১৩ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
রাঙ্গাবালী উপজেলার কোরালিয়া থেকে ছেড়ে গলাচিপা উপজেলার পানপট্টি যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগুনমুখা মাঝ নদীতে স্পিডবোট ডুবির এই ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিরা হলেন, পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক পরিদর্শক মোস্তাফিজ (৩৫), এনজিও কর্মী কবির হোসেন (২৮), দিনমজুর হাসান (৩৫) ও ইমরান (৩৪)।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।