রাজধানীর বনানী ও গুলিস্তানে আরও দুইটি ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে র্যাব। বুধবার সন্ধ্যার পর থেকে ক্যাসিনো দুটিতে অভিযান শুরু করেন র্যাব সদস্যরা।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, বনানীর আহম্মেদ টাওয়ারে অবস্থিত গোল্ডেন ঢাকা বাংলাদেশ নামক ক্যাসিনোতে অভিযান চলছে। ক্যাসিনোটি সিলগালা করা হয়েছে।
এদিকে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফি বুলবুল জানান, গুলিস্তান সংলগ্ন এলাকার ওয়ান্ডার্স ক্লাবের ক্যাসিনোতে অভিযান চলছে। অভিযানের খবর পেয়ে সবাই ক্লাব ছেড়ে পালিয়েছে। তবে জুয়ার বোর্ড এবং মাদক ছড়িয়ে রয়েছে।