পটুয়াখালীর দুমকি উপজেলায় অটোবাইকসহ নিখোঁজ চালক আনোয়ার হাওলাদারের (৫০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেঁতুলবাড়িয়া সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অটোচালক আনোয়ার হাওলাদারের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার পার-কার্তিকপাশা গ্রামে। তার বাবার নাম মৃত লালু হাওলাদার।
এ ঘটনায় অটোবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো– রবিউল (২১) ও রাজিব (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুন্সির বাজারসংলগ্ন এলাকা থেকে সোমবার বিকালে অটোবাইকসহ চালক আনোয়ার হাওলাদার নিখোঁজ হন।
সম্ভাব্য সব স্ট্যান্ড ও বিভিন্ন রুটে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
এদিকে সোমবার রাতে গলাচিপার হরিদেবপুর ফেরিঘাটে চোরাই আটোবাইকসহ চোরচক্রের দুই সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার দিনভর পাংগাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নিখোঁজ আনোয়ার হাওলাদারকে উদ্ধার চেষ্টা চালিয়েও পাওয়া যায়নি।
বুধবার সকালে রাস্তার পাশে ফেলে রাখা গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা ওই মরদেহটি আনোয়ারের বলে শনাক্ত করেন। এর পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।