পিরোজপুরের মঠবাড়িয়ায় ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানের শহীদ মোস্তফা খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার পৌর এলাকাসহ ১১ ইউনিয়নের প্রায় অর্ধলক্ষাধিক তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন। সমাবেশে উপজেলা জমিয়াতে হিযবুল্লাহ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ আবু জাফর মোহাম্মদ সালেহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা
বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ নওরোজ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব কে,এম হুমায়ূন কবির, দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওঃ শাহ জালাল, সাবেক ইউপি চেয়ারম্যান
মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ছানি ইমাম মাওঃ গোলাম কিবরিয়া, যুব হিযবুল্লাহ’র সভাপতি মাওঃ কাজী ওবায়দুল্লাহ, মাওঃ জাকির হোসেন ও সাংবাদিক তরিকুল ইসলাম তারেক প্রমুখ। পরে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।