বরগুনার বেতাগী পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান খান ক্যাবল অপারেটরের দোতলা থেকে গতকাল রোববার (৮ নভেম্ববর) রাত সাড়ে ৮ টায় মাদকের বিপুল পরিমান মাদক সেবনের সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদক সেবনকালে ১ জনকে আটক করে এবং অন্য দুই পালিয়ে যায়।
জানা গেছে, গাঁজা সেবনের গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার এসআই করুন চন্দ্র বিশ্বাস একদল পুলিশ নিয়ে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে ব্যবসা প্রতিষ্ঠান খান ক্যাবল অপারেটরের দোতলায় রাজীব খানের কক্ষে অভিযান চালায়। পুলিশ অভিযানের খবর পেয়ে ওই সময় রাজীব ও সায়েদ পালিয়ে যায়। মাদকসেবী গোলাম কিবরিয়া মহারাজ (৩০) রাজীব খানের কক্ষ থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়। পুলিশ মহারাজকে আটক করে এবং কক্ষ থেকে বিপুল পরিমান মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে।
আটককৃত মহারাজ বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোতালেব খানের ছেলে।বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,’ ১৫ গ্রাম গাঁজা ও বিপুল পরিমান মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।