ইন্দুরকানীতে গ্রেফতারি পরোয়ানা থাকায় ৫ আসামিকে গ্রেফতার করেছে ইন্দরকানী থানা পুলিশ । বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের মৃত মিরাজ উদ্দিন ঘরামির ছেলে হারুন ঘরামী, নুর মুহাম্মদের ছেলে সালাম ঘরামী, মোক্তার ঘরমীর ছেলে নাসির ঘরামী ,মৃত আচমত আলী সরদারের ছেলে সেলিম সরদার,আচমত আলী সরদারের ছেলে মিজান সরদার এর ০৯/১৫(ইন্দুরঃ) নামে সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় ৫জন আসামীকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা থাকায় ৫জনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।