পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার বেতমোরে দারুল আরকাম হিফজুল কুরআন মাদ্রাসা ও বেতমোর আব্দুল মজিদ এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। এতিমখানার সহ-সভাপতি মোঃ ইউনুছ নেগাহবান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, গ্লোবাল এইড ট্রাস্ট (ইউকে) এর কান্ট্রি ম্যানেজার কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক হাফেজ সা’আদ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে বর্ষসেরা শিক্ষক হাফেজ বেল্লাল শিকদার ক্রেস্ট প্রদান করা হয়। দুই জন হাফেজকে পাগড়ী পড়িয়ে দেয়া হয়।
দারুল আরকাম হিফজুল কুরআন মাদ্রাসা ও বেতমোর আব্দুল মজিদ এতিমখানাযর প্রতিষ্ঠা ডাঃ জিয়াউল হক নেগাহবান এর ব্যক্তিগত তহবিল থেকে চারজন হাফেজকে ৫ হাজার টাকা করে পুরষ্কার প্রদান করা হয়।