পটুয়াখালীর গলাচিপায় নবান্নের উৎসবকে ঘিরে নতুন আমন ধান কাটার ধুম পড়েছে কৃষকদের মাঝে। আগাম জাতের ধান কাটার মাড়াই চলছে পুরোদমে।
মাঠের সোনালী ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করেছেন এ অঞ্চলের কৃষাণ কৃষানীরা। বাড়ির উঠান জুরে চলছে ধান সিদ্ধ ও মাড়াইয়ের কাজ।
পাশাপাশি কৃষকের ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। এ যেন বাঙালীর ইতিহাস ও ঐতিহ্যের সাংস্কৃিতক চিত্র ফুটে উঠেছে গ্রাম গঞ্জে।
এ বিষয় নিয়ে গোলখালী ইউনিয়নের কৃষক আনোয়ার মোল্লা বলেন, আমাদের কৃষকের ধান ক্ষেতে গেলেই আনন্দে বুক ভরে ওঠে কেননা নতুন ধানের মৌ মৌ ঘ্রানে নবান্নের উৎসবে মেতে উঠেছি আমরা কৃষকেরা।
রতনদী তালতলী ইউনিয়নের কৃষক জসিম মৃধা বলেন, কৃষকদের আনন্দের যেন সীমা নেই কেননা নতুন ধান পাওয়ায় কৃষকের বুকে বল মুখে হাসি।
এছাড়া অনেকের বাড়িতে শীতের সকালে নতুন চালের পায়েস, পিঠাপুলি, ভাপা পিঠা, দুধ পুলি, নাড়– মুড়ি প্রভৃতি মুখরোচক খাবার তৈরির ও ধুম পড়েছে।