কাউখালী প্রতিনিধি ॥ বিজয়ের মাসে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের আধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগ।
আজ রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার সমাবেশে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রাতের আধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য অবমাননার সাথে যারাই জড়িত থাকুক না কেনো তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।