নিউজ ডেস্ক:
আগৈলঝাড়ায় প্রথমবারের মতো ১০০ হাতের দুর্গাবরিশাল মহানগর ও জেলার ১০ উপজেলায় এবার প্রায় ৬০০টি পূজা মণ্ডপে দুর্গোৎসব হবে। সর্বোচ্চ ১৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়া উপজেলায়। তবে সেখানে অন্যতম আকর্ষণ হবে ১০০ হাতের দুর্গা প্রতিমা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা জানান, এ বছর বরিশাল নগরীতে ৩৫টি সার্বজনীন পূজা ও ব্যক্তিগত ছয়টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। অন্যদিকে জেলার আগৈলঝাড়া উপজেলায় ১৪৭টি, উজিরপুরে ১১০, গৌরনদীতে ৮০, বাকেরগঞ্জে ৭২, বানারীপাড়ায় ৫৮, মেহেন্দিগঞ্জে ২৪, বাবুগঞ্জে ২৩, হিজলায় ১৪, মুলাদীতে ১০ ও বরিশাল সদর উপজেলায় ২১টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় এবার ১৬টি মণ্ডপ বেড়েছে।
এদিকে এবার বরিশালের আগৈলঝাড়ায় প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ১০০ হাতের দেবী দুর্গার প্রতিমা। উপজেলার বাকাল ইউনিয়নের জলিরপাড় গ্রামের বাসুদেব ওঝার বাড়িতে প্রতিমা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ওঝা বাড়ির সার্বজনীন দুর্গা পূজার উদ্যোক্তা বাসুদেব ওঝা ১০০ হাতের দেবী দুর্গার ইতিহাস সম্পর্কে জানান, “অদ্ভুত রামায়ন’ এ দেবী দুর্গার শত হাতের বর্ণনা পাওয়া যায়। এছাড়া হোমিওপ্যাথ চিকিৎসক হিসেবে সিলেটে অবস্থানের সময় ১০০ হাতের দুর্গা পূজা দেখে আকৃষ্ট হয়েছিলাম। পরিবারের এক সদস্যদের মানত অনুযায়ী এবার ১০০ হাতের দেবী দুর্গার প্রতিমা স্থাপন করে পূজার আয়োজন করেছি।’
পূজা চলাকালীন সময়ে যে কোনও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে এবং নিজস্ব স্বেচ্ছাসেবক সদস্য রাখতে পূজা উদযাপন কমিটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। পাশাপাশি নিজস্বভাবে জেনারেটর রাখার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি। এবারের দুর্গা পূজায় জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা ও মহানগরের ৬০০ মণ্ডপের জন্য ৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।