পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টার দিকে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে এ আদালত পরিচালনা করা হয়। কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ১৭ জন পথচারীকে মাস্ক ব্যবহার না করার দায়ে ১০০ টাকা করে ১৭০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে মাস্ক ছাড়া বাহিরে বের না হওয়ার বিষয়ে তাদের প্রত্যেকের নিকট হতে মুচলেখা রাখা হয়।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধ ও করনীয় বিষয়ে পথচারীদের সাথে সচেতনাতামূলক আলোচনা করেন ভ্রাম্যমান আদালত পরিচালক কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়। এসময় কলাপাড়া স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ ও কলাপাড়া পুলিশ প্রশাসন সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন।