যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বেতাগীতে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। করোনাকালের জন্য স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার ( ১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়।
‘দুর্জয় বেতাগী’ পুস্পস্তবক অপর্ণ করে শহীদদের প্রতি সম্মননা জানানো হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, বেতাগী পৌর সভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু, যুদ্ধকালীণ কমান্ডার আব্দুল মোতালেবসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংবাদকমিরা উপস্থিত ছিলেন।
এর পর উপজেলা পরিষদের সম্মুখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভার্চুয়াল
আলোচনাসভা ও মসজিদ, মন্দিরে গির্জায় বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।