শামীম আহমেদ ॥ শিকল ছিঁড়ে এসো গণ মানুষের ভিড়ে এই শ্লোগান নিয়ে, মানবতাবাদী, কুসংস্কার,ধর্মান্ধ ও প্রথাবিরোধী স্ব-শিক্ষিত চারন দার্শনিক আরজ আলী মাতুব্বরের ১২০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
আজ বৃহস্পতিবার (১৭) ডিসেম্বর সন্ধায় নগরীর অশি^নী কুমার টাউন হলের দ্বিতীয় তলায় নাট্য নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বরিশাল গণ নাট্য সংস্থার আয়োজনে, অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় চ৭ারন দার্শনিক আরজ আলী মাতুব্বরকে নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল আকন,প্রফেসর মাহাবুব-উল-আলম,অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক লুৎফে আলম, অধ্যাক্ষ আমিনুর রহমান খোকন,লেখক আঃ মন্নান,অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, অধ্যাপক বিরেন্দ নাথ রায়, শামিম মাতুব্বর (নাতি),কাজী এনায়েত হোসেন শিপলু, সিনিয়র সাংবাদিক কাজী মকবুল হোসেন,এ্যাড, অসিম বাড়ৈ,কবি জামাল আজাদ, মাস্টার নুরুল ইসলাম, আখতার মাতুব্বর (নাতি), নুরুল আমিন প্রমুখ।