ডেস্ক রিপোর্ট ॥
বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-১,২ নং আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, বার বার জনগণের প্রতীক, স্বাধীনতা প্রতীক ও বিজয়ের প্রতীক নৌকা মার্কার বিজয়ের ফলে দেশের পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নৌকা মার্কা আজ সারাবিশ্বকে উজ্জীবিত করেছে। তাই দেশের সুষম ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয়ের কোন বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করার পাশাপাশি বাকেরগঞ্জ পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ ডিসেম্বর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ভোট কেন্দ্রে সকলে উৎসব মূখর পরিবেশে উপস্থিত হয়ে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রাথীর্ মোঃ লোকমান হোসেন ডাকুয়া কে নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে বিজয়ের মাসে নৌকা বিজয়ী করার আহ্বান জানান।
শনিবার ( ১৯ ডিসেম্বর) বাকেরগঞ্জ ৬ নং ওয়ার্ডের সরদার পাড়া এলাকার আব্দুল মজিদ তালুকদার বাড়ীতে আয়োজিত বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ লোকমান হোসেন ডাকুয়া নৌকা মার্কা সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল ছেবেদ সরদারের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপস্থিত সকলের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ লোকমান হোসেন ডাকুয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার সদর রোড এলাকায় নৌকা মার্কা সমর্থনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।