বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পরিস্থিতি অনকূলে থাকলে এসএসসি জুনে, এইচএসসি জুলাই-আগস্টে

পরিস্থিতি অনকূলে থাকলে এসএসসি জুনে, এইচএসসি জুলাই-আগস্টে

করোনাভাইরাসের পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুন নাগাদ এসএসসি বা সমমান পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সঙ্গে জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসির ফলাফলের অধ্যাদেশ খুব শিগগিরই জারি করা হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

নতুন শিক্ষা বছরের বই বিতরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে এবার আমরা তিন থেকে চার দিন বই বিতরণ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি না, বই বিতরণে জনসমাগম হোক। ৩১ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছি। অ্যাসাইনমেন্ট সংগ্রহ করব, তবে কোন নম্বর দেব না। সনদ পত্রে কোন জিপিএ উল্লেখ থাকবে না। এবার সবাইকে উর্ত্তীণ করা হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech