আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ কাঠালিয়া সাহেরা খাতুন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ উপকরন বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় বে-সরকারী সংস্থা এন.ডি.ডি চিকিৎসা সহায়তার উদ্যোগে হুইল চেয়ার, পোশাক, ক্রাচ, সাদাছড়ি ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।
সমাজ সেবক মোঃ মাহবুবুর রহমান মৃধার সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে উপকরন বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার, বিদ্যালয় প্রধান শিক্ষক নাহিদুল ইসলাম ও ইউপি সদস্য মোঃ মাসুদ মৃধা প্রমুখ।