বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিদ্রোহীদের আগামীতে দলীয় মনোনয়ন দেওয়া হবে না: কাদের

বিদ্রোহীদের আগামীতে দলীয় মনোনয়ন দেওয়া হবে না: কাদের

স্থানীয় নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছে তাদের আর মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে যেয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আর মনোনয়ন দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ বড় দল হওয়ায় নির্বাচনে মনোনয়ন পাওয়ার মতো একাধিক যোগ্য প্রার্থী থাকাটা স্বাভাবিক। তবে বঞ্চিতদের সাংগঠনিকভাবে মূল্যায়নের সুযোগ রয়েছে। প্রতিটা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে শেখ হাসিনার নেতৃত্বে পৃথক মনোনয়ন বোর্ড রয়েছে। ওই বোর্ড গঠনতন্ত্র, তৃণমূল নেতাদের মতামত ও সুপারিশ, দলের জরিপ প্রতিবেদন, প্রার্থীদের যোগ্যতা, ত্যাগ ও জনপ্রিয়তা বিবেচনা করেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযোগ আছে কোনও কোনও দলীয় দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধি দলের বিদ্রোহী প্রার্থীদের মদদ দেন। তাদের সংগঠনবিরোধী এসব কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech