জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় কালো পাথরের একটি মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় মূর্তিটি পাওয়া যায়। যার ওজন ১১৪ কেজি।
সকাল ১১টার দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে মূর্তিটি জমা দেন পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা।
সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা জানান, সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলা এলাকায় তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় নদীতে খনন কাজের সময় এই মূর্তিটি পাওয়া যায়। সে সময় আটাপুর ইউনিয়নের গ্রাম পুলিশরা জেলা প্রশাসককে বিষয়টি জানান। খবর পেয়ে মূর্তিটি প্রশাসনের জিম্মায় নেয়া হয়।
পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন জানান, মূর্তিটি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এর আগেও ডিসেম্বরে পাথরঘাটা এলাকার তুলসীগঙ্গা নদী থেকে আরও দুটি মূর্তি পাওয়া যায়। ওই মূর্তি দুটিও ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়।